বিনোদন
(১ বছর আগে) ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:২৭ অপরাহ্ন
ছোট্ট চার সেকেন্ডের ঘটনা হয়ে উঠতে পারে অনেক বড়। কিন্তু এখনই কিছু বোঝা যাচ্ছে না কি হয়েছে সাকিব আল হাসান আর জায়েদ খানের মধ্যে।
হয়তো অভিনেতা জায়েদ খান মাত্রাতিরিক্ত বিরক্ত করেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিবকে। আর সে কারণেই কিনা একটি মোবাইল ফোন সুইমিংপুলে ফেলে দেন সাকিব। মোবাইল ফোন ফেলে দেওয়ায় সময় সাকিবকে দেখা গেছে নির্লিপ্ত আর জায়েদ খান কিংকর্তব্যবিমূঢ়। জায়েদ খানের যে প্রতিক্রিয়া তাতে মনে হয়, এটি একটি দামি মোবাইল ফোন। আর সেটি তার নিজের।
এমন একটি ভিডিও সম্প্রতি দেখা গিয়েছে। ছোট্ট এই ভিডিওটি দেখে ধারণা করা যায়, এটি কোনো শ্যুটিং স্পটের ঘটনা। কিন্তু কোথায় সেই স্পট বা কারাই শ্যুটটি করছেন তার কোন বৃত্তান্ত শেষ পর্যন্ত জানা যায়নি। যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি দুই তারকার কারো কাছ থেকে।
সুত্র: bdnews24.com
