৩ বছর পর মুখ খুললেন সারা

sorbosesh24.com
স্বাস্থ্য

ডেস্ক রিপোর্ট

(২ বছর আগে) ৩ এপ্রিল ২০২৩, সোমবার, ৯:১৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:০৭ অপরাহ্ন

সারা আলি খান।  বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অন্যতম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয়। ২০১৮ সালে ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ। 

সারা তার অভিনয়ের কারণে ট্রোলড হতে শুরু করেন। এই ছবি করার সময় থেকে আরও এক গুঞ্জন শোনা যায়, ছবির নায়ক কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নবাব-কন্যা। বলিউডে এ নিয়ে কম ফিসফিসানি হয়নি। তবে ভেঙে যায় সেই সম্পর্ক। বিভিন্ন সময় নিজের সাবেককে ঠেস মেরে কথা বলতে ছাড়েননি সারা। অবশেষে নিজের ‘ব্রেকআপ’ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে সারা জানান, ২০২০ সাল তার জন্য এক ভয়ঙ্কর বছর। যার শুরুটা হয়েছিল তার সম্পর্কে ভাঙন দিয়েও। কিন্তু কার সঙ্গে ছাড়াছাড়ি সেটা উহ্যই রেখেছেন অভিনেত্রী। তবে সালটা দেখে দুইয়ে দুইয়ে চার করে নিয়েছেন অনেকেই, নাম না করে সারা আসলে কার্তিকের সঙ্গে ছাড়াছাড়ির কথাই বলেছেন।

সারা বলেন, কেদারনাথ, সিম্বার পর আমার ওপর সবার প্রত্যাশা অনেক বেড়ে গেছিল। ফলে একটা চাপ ছিল। এই ছবিগুলোর পর প্রশংসা পেয়েছি। তারপর দুটো ছবিতে খারাপ অভিনয় করায় সকলে বলতে শুরু করল, এটাই আসল সারা!

 

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

sorbosesh24.com
"বঙ্গবন্ধুকে মুক্তিযোদ্ধা নয় বললে, বাংলাদেশ কীভাবে মুক্ত?"
বঙ্গবন্ধুর সনদ বাতিল: মুক্তিযুদ্ধের ইতিহাসে এক জঘন্য কলঙ্ক