খেলাধুলা
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ৪ এপ্রিল ২০২৩, মঙ্গলবার, ১২:১২ পূর্বাহ্ন
হার নিয়ে আন্তর্জাতিক বিরতিতে গিয়েছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আর বিরতি থেকে ফিরেও হার দেখলো মেসি-এমবাপ্পেদের দল। রোববার ফরাসি লিগ ওয়ানে প্যারিসের মাঠে স্বাগতিকদের ১-০ গোলে হারায় লিওঁ। এতে জমে উঠেছে ফরাসি লীগের শিরোপার লড়াই। আসরে প্রথম দেখায় গত সেপ্টেম্বরে লিওঁর মাঠে লিওনেল মেসির একমাত্র গোলে জিতেছিল পিএসজি। আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে যাওয়ার আগে ঘরের মাঠেই রেনের মাঠে ২-০ গোলে হেরেছিল প্যারিসের দলটি। দুই সপ্তাহ আগেও লিগ টেবিলে দুই নম্বর দলের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে ছিল পিএসজি। সেটা এখন কমে দাঁড়িয়েছে ছয়ে। ২৯ রাউন্ড শেষে ২১ জয় ও ৩ ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে পিএসজি। সমান ৬০ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে যথাক্রম লঁস ও মার্সেই।
