
বিশ্ব
(৩ মাস আগে) ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার, ১১:৫৬ অপরাহ্ন
আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিকট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার শোক বার্তা প্রেরণ।
ভারতের আহমেদাবাদের আজ ভয়াবহ বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির নিকট এক শোক বার্তা প্রেরণ করেছেন। শোকবার্তায় তিনি এই ভয়াবহ দুর্ঘটনার ফলে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্তদের পাশাপাশি ভারতের জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোকবার্তায় তিনি বলেন, ‘আমেদাবাদের এই দুর্ঘটনা বিশ্ববাসীর হৃদয়কে নাড়া দিয়েছে। এটি এমনই এক মর্মস্পর্শী ঘটনা, যা ভাষায় প্রকাশ করা যায় না। পরম করুণাময় সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি, তিনি যেন শোকসন্তপ্ত সবাইকে এই শোক দ্রুত কাটিয়ে ওঠার শক্তি দেন এবং সকল সময়ে সকল জায়গায় সকল প্রকার দুর্ঘটনা থেকে মানবজাতিকে রক্ষা করেন।