রোনালদোর রেকর্ড ভেঙে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডে করলেন মেসি

sorbosesh24.com
খেলাধুলা

স্পোর্টস ডেস্ক

(২ বছর আগে) ২৮ মে ২০২৩, রবিবার, ২:৪১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৪১ অপরাহ্ন

গত রাতে (28 may) বাংলাদেশ সময় রাত ১টায় ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয়েছিলেন প্যারিস সেইন্ট জার্মেইন ও স্ট্রাসবুর্গ।

এই ম্যাচের আগে বেশ কিছু রেকর্ডের সামনে দাঁড়িয়ে ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।

পিএসজি ও স্ট্রাসবুর্গ এর মধ্যকার ম্যাচে মেসির ১ গোলেই  ১-১-এ ড্র করে ফ্রেঞ্চ লিগ ‘আঁ’-তে ১১তম শিরোপা জিতেছে প্যারিসের ক্লাবটি। এটা  পিএসজির হয়ে মেসির ৩২তম গোল।

এবং বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডে করলেন। এর আগে ব্রাজিলিয়ান কিংবদন্তি দানি আলভেস সর্বোচ্চ ৪২টি শিরোপা জয়ের রেকর্ডটি গড়েছিলেন।

ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে এত দিন পর্যন্ত সবচেয়ে বেশি গোল করার রেকর্ডে যৌথ মালিকানা ছিল মেসি-রোনালদোর। দুজনেরই গোল ছিল ৪৯৫টি করে। স্ত্রাসবুর্গের বিপক্ষে গোল করে রোনালদোর সেই রেকর্ড ভেঙে রেকর্ডটি শুধুই নিজের করে নিলেন মেসি (৪৯৬) গোল।

খেলাধুলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

sorbosesh24.com
"বঙ্গবন্ধুকে মুক্তিযোদ্ধা নয় বললে, বাংলাদেশ কীভাবে মুক্ত?"
বঙ্গবন্ধুর সনদ বাতিল: মুক্তিযুদ্ধের ইতিহাসে এক জঘন্য কলঙ্ক