ফেদেরার বিশ্ব রেকর্ড ভাঙলেন জকোভিচ

sorbosesh24.com
খেলাধুলা

ডেস্ক রিপোর্ট

(১ বছর আগে) ১০ এপ্রিল ২০২৪, বুধবার, ১২:৫৮ পূর্বাহ্ন

লন্ডন: সবচেয়ে বেশি বয়সে এটিপি টেনিস র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখে বিশ্ব রেকর্ড গড়লেন সার্বিয়ার নোভাক জকোভিচ। এতে ভেঙে গেল সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরার বিশ্ব রেকর্ড।
২০১৮ সালের ২৪ জুন ৩৬ বছর ৩২০তম দিন বয়সে র‌্যাংকিংয়ের শীর্ষে ছিলেন ফেদেরার। গতকাল ৩৬ বছর ৩২১ দিন বয়সে পা দিয়ে ফেদেরার বিশ^ রেকর্ড ভাঙলেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামজয়ী জকোভিচ।
র‌্যাংকিংয়ের শীর্ষে থেকে গত সোমবার ৪১৯তম সপ্তাহ শুরু করেই বিশ^ রেকর্ডের কীর্তি গড়েন জোকোভিচ।


জকোভিচ এবং ফেদেরারের পর এই রেকর্ডের তালিকায় তৃতীয় ও চতুর্থস্থানে আছেন যথাক্রমে- স্পেনের রাফায়েল নাদাল ও যুক্তরাষ্ট্রের আন্দ্রে আগাসী। ৩৩ বছর ২৪৪ দিন বয়সে র‌্যাংকিংয়ের শীর্ষে ছিলেন ২২ গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল। ৩৩ বছর ১৩১ দিন বয়সে শীর্ষে ছিলেন ৮টি গ্র্যান্ড স্ল্যামের মালিক আগাসি।
১৯৭৩ সালের ২৩ আগস্ট থেকে প্রথম এটিপি র‌্যংকিং প্রকাশ করা হয়।

খেলাধুলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

sorbosesh24.com
"বঙ্গবন্ধুকে মুক্তিযোদ্ধা নয় বললে, বাংলাদেশ কীভাবে মুক্ত?"
বঙ্গবন্ধুর সনদ বাতিল: মুক্তিযুদ্ধের ইতিহাসে এক জঘন্য কলঙ্ক