অবসরে যাচ্ছেন ওজিল

sorbosesh24.com
খেলাধুলা

ডেস্ক রিপোর্ট

(২ বছর আগে) ৩ এপ্রিল ২০২৩, সোমবার, ৯:১৯ অপরাহ্ন

জার্মানির বিশ্বকাপ জেতা ফুটবলার মেসুত ওজিল। এক সময় ইউরোপিয়ান ফুটবলে দ্যুতি ছড়িয়েছেন। খেলেছেন আর্সেনাল, রিয়াল মাদ্রিদের মতো নামিদামি ক্লাবের হয়ে। তুরস্কে পাড়ি জমানোর পর অনেকটা দৃষ্টির অগোচরে চলে যান ওজিল। এবার বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক জার্মান মিডফিল্ডার।

২০১৮ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান মেসুত ওজিল। ২০২১ সালে প্রিমিয়ার লীগের ক্লাব আর্সেনালে ব্রাত্য হন তিনি। এরপর চলে যান পিতৃভূমি তুরস্কে। সেখানকার ক্লাব ফেনারবাখে যোগ দেন তিনি। ২০২২ সালের ১৪ই জুলাই ফেনারবাখ ছেড়ে বাসাকশেহিরে যোগ দেন ওজিল। তবে চোটের কারণে দলটির হয়ে ৭ ম্যাচে মাত্র ১৪২ মিনিট খেলতে পেরেছেন তিনি।

 

 

খেলাধুলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

sorbosesh24.com
"বঙ্গবন্ধুকে মুক্তিযোদ্ধা নয় বললে, বাংলাদেশ কীভাবে মুক্ত?"
বঙ্গবন্ধুর সনদ বাতিল: মুক্তিযুদ্ধের ইতিহাসে এক জঘন্য কলঙ্ক